গরিবের সন্তান বড় হয় এতিম খানায়
বড় লোকের মা-বাপ মরে আশ্রয় কেন্দ্রে।
মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না
বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা।
ব্যথা পাবো বলে বাপে কোন দিন চিমটি কাটে নাই
সে লোকটাকে বউয়ে এখন চোখ রাঙ্গায়।
ধমক দিয়ে বউ বলে বিয়া করলা কেন
বাপের এত আদরের পোলা বাপের কোলে থাকতা।
বাকপ্রতিবন্ধি মা আমার ফ্যাল ফ্যাল করে চায়
দমক দিয়ে বউয়ে বলে, বুড়ি এটার সেবা করা
আমার বড় দায়। বউয়ের এমন ধমক মাঝে মাঝে
বাবা শুনে চলে যেতে চায়, হাত ধরে কান্না করি।
যেও না গো বাবা এখনো আমি তোমার সেই ছোট্ট খোকা।
যখন আমি ছোট ছিলাম কত কষ্ট করেছে মা
এখনো সেই একই কষ্ট শীতের রাতে পায়।
ময়লা হওয়ার ভয়ে মাকে দেয় না নতুন তোশকটা।
মাওলা এ কেমন জগত বানাইলা বুঝি না,
বুঝি না মাওলা তোমার এ কেমন খেলা।
(গীতি কবিতা। )
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
লিখাটির স্বতন্ত্রবোধের চেতনা আপনাকে অন্যান্য লিখিয়েদের থেকে আলাদা করে ফেলেছে। দারুণ কথা বা জীবন-কাব্য। অভিনন্দন মি. ফয়জুল মহী। শুভ সকাল।
Thank you dear brother
চমৎকার সুরকণ্ঠ সুন্দর হবে
Thank you dear brother
সত্যি অসাধারণ একটা কবিতা