কতদূর পরিণত ঘর, কতদূর নীল হাড়ের অস্তিত্ব
তা খুঁজতে খুঁজতে একদিন মধ্যযৌবনের মুখোমুখি
দাঁড়াই। দেখি একটি কালোচিল গলা বাড়িয়ে দেখছে
আমাকে। দেখছে বনের ভেতরের হলুদ ফুল— আর
তরুলতাকে জড়িয়ে ধরা মাটির মমত্ব। মাঝে মাঝে
চোখ ঘুরিয়ে দেখছে— বহুদিন পর এই লোকালয়ে
বৈশাখি ঝড় কীভাবে তছনছ করে দিয়েছে সকাল।
কতদূর সুর্যের ঝিলিক, কতদূর প্রেমের রোদগোলাপ
সেই চুম্বনদৃশ্যের অঙ্কন খুঁজতে খুঁজতে আমি যখন
প্রমত্ত পদ্মার তীরে ফিরি— দেখি, কয়েকটি সম্মিলিত
বিরহের ভাঁজচন্দ্র তাকিয়ে আছে বোকার মতো, ঠিক
আমাদের দিকেই। আমরা ভুলে যাচ্ছি হাত ধরাধরি।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ঘর কিংবা মাটির মমত্ব,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কয়েকটি সম্মিলিত বিরহের ভাঁজচন্দ্র তাকিয়ে আছে বোকার মতো, ঠিক
আমাদের দিকেই। আমরা ভুলে যাচ্ছি হাত ধরাধরি।
loading...
আপনার লেখার গভীরতা আছে। সূক্ষ্ম জীবনবোধের চমৎকার লেখা
loading...