ধনী
ফকির আবদুল মালেক
………..
একসাথে কান্নার আনন্দ আছে।
একসাথে সুখ ভাগাভাগি করে নেবার আনন্দ আছে।
একসাথে বিশ্বাস ভাগাভাগি করার আনন্দ আছে।
একসাথে আনন্দ ভাগাভাগির আনন্দ আছে।
একসাথে ঈশ্বরকে ভাগাভাগি করে নেবার
আনন্দ আছে- খুঁজি না!
গরীবের ঈশ্বর যেভাবে উপাসনা পায়
ধনীর ঈশ্বর সেভাবে পায় না!
গরীর যেভাবে কাঁদে
ধনী সেভাবে কাঁদে না।
বড় সাধ জাগে,
গরীবের মতো করে ঈশ্বরকে ডাকি।
ধনীদের মতো করে ঈশ্বরকে চিনি।
ফকিহ্’দের মতো করে ঈশ্বরকে খুঁজি ।
আমিতো ছাড়ি নাই ঘর
তবু ঘরকে করেছি পর
নিজ নামে আছে যে সম্পদ ক্ষমতায়
মন থেকে তারে দিয়াছি বিদায়।
গরীবের মত করে কাঁদতে চাহি
কাঁদতে পারি না
তবে কি গরীবের মতো করে
ঈশ্বরকে ডাকতে পারি না!
লোকে আমায় ফকির কহে
আমিতো গরীব নই,
সবকিছু ছেড়েছি তাই
ধনী হয়ে বেঁচে রই!
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
পূর্ণ কবিতার আস্বাদন বোধ করি আপনার কবিতায় আসলে সত্য বোঝা যায়।
মন্তব্যটি বুঝিনি পুরোপুরি, না বুঝেই ভালোলাগার মতো।
গরিব ধনী সমাজে অবহেলিত হলেও ঈশ্বরের কাছে সম্মানিত
ধন্যবাদ