একটা বিকেল- দোতলার বেলকুনি- মাঝের গোলটেবিলে ধোঁয়া ওঠা দুটো কফির কাপ- মুখোমুখি দুটো চেয়ার- দুটি মানুষ- কিছুটা সময়- অনেকখানি সাহস আমি চাই,
একটা সন্ধ্যা- বেলিফুলের সুবাস জড়ানো, পশ্চিমের কমলা রঙের আকাশে চেয়ে থাকা মুহূর্ত- ঘরে ফেরা পাখিদের মতো একটা আশ্রয়- ল্যাম্পপোস্টের মতো দাড়িয়ে থাকা অপেক্ষারত

