হীনমন্যতা! ...

32

হীনমন্যতা একটি মারাত্মক রোগ।
এটিকে যদিও মানসিক রোগ বলে বিবেচনা করা হয়,কিন্তু ধীরে ধীরে এটি নিজের শারিরীক অসুস্থতার অন্যতম কারন হয়ে দাঁড়ায়।
আর এই থেকে মুক্তি অসম্ভব হয়ে পড়ে যদি না ব্যক্তি তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে না পারে।

হীনমন্যতা শুরু হয়-
#অন্যের সাথে নিজের তুলনা করে
#নিজের যা আছে তাকে অস্বীকার করে ও খাটো করে দেখে।

#নিজেকে অন্যের চেয়ে দুর্বল ভাবে
#এরা কখনোই শোকর গুজার হতে পারে না
#এরা পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের উপর প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলে ও মানসিক অশান্তি তৈরি করে!

#এদের নিজেকে সবসময় সঠিক মনে করে!
অন্যের সাফল্যে ঈর্ষান্বিত বোধ করে, শুধু তা নয়
(#অন্যের পাকা ঘর দেখে নিজের কাঁচাঘর ভেঙ্গে ফেলার নজিরও অনেক….) এরা নিজের যেটুকু শান্তি আছে তা-ও নষ্ট করে!

অর্থাৎ

#একজন হীনমন্য মানুষ নাশোকর মানুষ!
আর নাশোকর মানুষকে খোদ আল্লাহও পছন্দ করে না।
#এরা মিথ্যা কে সত্যের মতো এমন ভাবে উপস্থাপন করে যে-

যে কেউই এদের সহজে বিশ্বাস করে ফেলে।

# হীনমন্যতা মানুষের ডায়েবিটিস প্রেশার হৃদরোগ হরমোন ভারসাম্যহীনতা ইত্যাদি কমন কিছু রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বাড়ে।
#হীনমন্য মানুষকে অন্যরা ভালোবাসেনা, কারন তারা নিজেরাই কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে না!

(……..হীনমন্যতা দূর করার উপায় নিয়ে আরেকদিন আসবো ইনশাআল্লাহ!)

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
হীনমন্যতা! ....., 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১টি মন্তব্য (লেখকের ০টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ৩০-০১-২০২৩ | ৯:৩০ |

    হীনমন্য মানুষকে অন্যরা ভালোবাসেনা, কারন তারা নিজেরাই কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে পারে না! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...