nosha-202

এক মুঠো মাটি আলিঙ্গন করি বুকে তুলে
এক মুঠো স্বপ্ন বপন করি হৃদয়ের চাতালে।
সোনা রোদ্দুর উজ্জ্বল সকালে
এক বিন্দু শিশির ছুঁই রুক্ষ আঙ্গুলে;অরণ্যেক প্রহেলিকায়
নির্মল সজীবতায় হেসে উঠে লাল সবুজের পতাকা,
– এই টুকু প্রশান্তির নামই স্বাধীনতা!
এই টুকু ভালোবাসারই কাঙাল বাংলার আমজনতা।

ফাগুনের তপ্ত দুপুরে-
বুকের বোতাম খুলে দাঁড়াই দখিনা বারান্দায়,
নদীর জলে স্নান সেরে ফেরার পথে
রমণীর দল হাসির ছলে ঝেড়ে ফেলে মনের গ্লানি;
স্নিগ্ধ পবিত্রতায় জননীর কোলে ঘুমিয়ে পড়ে নিশ্চিন্ত শিশু
এই টুকু বিশ্বাসের নামই স্বাধীনতা
এই টুকু চাওয়া পাওয়ার কাঙাল বাংলার আমজনতা।

গোধূলি বিকেলে ধরা তলে অপরূপ রঙের বিভা
বিহঙ্গের ডানায় মুক্ত ভালোবাসার উন্মুক্ত প্রভা,
দামাল ছেলের দল নৃত্য করে ঘুড়ি উড়ানো উৎসবে;
এই টুকু সুখের নামই স্বাধীনতা
এই টুকু স্বপ্নেরই কাঙাল বাংলার আমজনতা।

মর্মে মর্মে ধ্বনিত হয় আজানের শাশ্বত সুর
পরম সমর্পণে মূর্ছিত হয় শঙ্খ, কাঁসার বাদ্য মধুর
আত্মার গহীনে নিমগ্ন ধ্যানে উচ্চারিত বুদ্ধের মর্ম বানী
খৃষ্টের স্মরণে উদ্বেলিত হৃদয় আঁকে মমতার বেষ্টনী
এই টুকু উদারতার নামই স্বাধীনতা
এই টুকু চাওয়া পাওয়ার কাঙাল বাংলার আমজনতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

২ টি মন্তব্য স্বাধীনতা যার নাম

 1. মুরুব্বী বলেছেনঃ

  আত্মার গহীনে নিমগ্ন ধ্যানে উচ্চারিত বুদ্ধের মর্ম বানী
  খৃষ্টের স্মরণে উদ্বেলিত হৃদয় আঁকে মমতার বেষ্টনী
  এই টুকু উদারতার নামই স্বাধীনতা
  এই টুকু চাওয়া পাওয়ার কাঙাল বাংলার আমজনতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  GD Star Rating
  loading...
 2. ফয়জুল মহী বলেছেনঃ

  সুদীপ্ত শব্দ অলংকরণে  উপস্থাপন 

  GD Star Rating
  loading...

মন্তব্য প্রধান বন্ধ আছে।