183_o

এখনো/
আঁতুড় ঘরের গন্ধ গায়ে/
এখনো / মধুর স্বরে ডাকে/ মায়ে/
এখনো কেঁদে উঠি/ একাকী/
আলগা হলে / মায়ের বুক /
আসলে/
এখনো আছি/ ছোট্ট সেই পীযুষ টি/
বাবা মায়ের দাউদ/
কখনো/
উদাসী/ কখনো হাসি মুখ/
এখনো /রক্ত-ঘাম /ঝরায় /
অশ্রুত প্রার্থনায় /
চায়/ আমারই সুখ/…
দেখতে দেখতে/ কেটে গেছে/ তিন যুগ/
বসন্ত/
ঝরেছে রঙ্গও বরষ/
অনন্ত শিশিরে/ ডুবে গেছে/ হলুদ প্রান্তর/ সবুজ জমিন/…
জানিনি/ বড় হতে/
রূঢ় হতে/
বড়লোকি ধরতে/ হীরে জহরতে/ ধনে দৌলতে/
পারিনি/
যেতে / গূঢ় হতে নিগূঢ়ে/
হৃদয়/ মন/
দুমড়ে মুচড়ে/ যেতে পারিনি গড্ডালিকায়/ বহতা স্রোতে/
কেবল টিকে আছি/
ডালে-ভাতে/
মায়ের বুকে/ এক রত্তি সুখে/…
আর
কিছুই নেই আমার/ সত্যি নেই/
কবিতার মত/ আকড়ে আছি/ মাটির সোঁদা মায়ায়/
বেঁচে আছি/ প্রতিদিন…/

GD Star Rating
loading...
GD Star Rating
loading...

দাউদুল ইসলাম সম্পর্কে

সব সময় নিজেকে বলি- মানুষ হবি যদি- অন্ধকার ঘরে যখন একা থাকবি তখন নিজেকে জিজ্ঞেস করে নিস তুই কতটা মানুষ। কতটা তোর সভ্যতা কতটা তোর ভদ্রতা! স্নান ঘরে যখন একা শাওয়ারের নিচে দাঁড়াস- তখন নিজেকে জিজ্ঞেস করিস কত টা আছে তোর মনুষত্বের রুচি! জিজ্ঞেস করিস কতটা তুই ভদ্র, সভ্য!
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
এই লেখাটি পোস্ট করা হয়েছে কবিতা-এ এবং ট্যাগ হয়েছে স্থায়ী লিংক বুকমার্ক করুন।

৩ টি মন্তব্য বেঁচে আছি প্রতিদিন

 1. মুরুব্বী বলেছেনঃ

  'এখনো আছি, ছোট্ট সেই পীযুষ টি
  বাবা মায়ের দাউদ
  কখনো
  উদাসী; কখনো হাসি মুখ
  এখনো – রক্ত-ঘাম ঝরায় …
  অশ্রুত প্রার্থনায় চায় আমারই সুখ।'

  এভাবে এমন করেই বেঁচে থাকতে হবে কবি স্যার দাউদুল ইসলাম। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  GD Star Rating
  loading...
 2. আলমগীর সরকার লিটন বলেছেনঃ

  বাহ চমৎকার ভাবনা কবি দা

  GD Star Rating
  loading...
 3. ফয়জুল মহী বলেছেনঃ

  গভীর ভাবনার অসাধারণ প্রকাশ।

  GD Star Rating
  loading...

মন্তব্য প্রধান বন্ধ আছে।