অক্ষত নেই কিছু
অক্ষত থাকেনা, থাকতে পারেনা। বেড়ে চলছে মাথা পিছু ঋণের বোঝা
আনুপাতিক হারে বাড়ছে ক্ষত, যন্ত্রণা! ধুলোর কাছে বৃক্ষের ঋণ!
ক্ষত ঢাকতে
বৃক্ষের কাছে ছায়ার ঋণ, শিশিরের কাছে ঘাসফুল, মেঘের কাছে বৃষ্টির ঋণ!
ক্লেদ ঝরাতে-
বোঝা পড়ার দিন আসে না- কখনো সীমাহীন আনন্দ, কখনো
চুম্বনের অধিকার পাইনি বলে ভালোবাসা নিষ্ক্রিয় নয়
অবজ্ঞার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিমার নিটোল চোখে
ঢেলে দিই সমগ্র বিনয়, আকুতি বেশুমার!
ক্রোধ’ক্ষে
তুমি খুলে নাও কল্পলোকের দর্পণ! তাই বলে
আমিও যে দাবী তুলে নেবো, কিংবা ভুলে যাবো সবিই
অতটা কৃপণ প্রেমিক তো নই!
অধিকার পাইনি মানে- ভালবাসা তীব্র থেকে
বুক সেলফ-এ দাঁড়িয়ে আছে সারি বদ্ধ বই
মলাটে মলাটে বাঁধানো নৈবেদ্য, স্বপ্ন থই থই
দাঁড়িয়ে আছে একে অপরের বুকে
তাঁকে তাঁকে একে অন্যের পিঠে হেলান দিয়ে
রবীন্দ্রনাথের লম্বা সারির পর শরৎচন্দ্রের ভারী ভারী গ্রন্থ
নজরুল, বঙ্কিমের সাথে রয়েছে মধু সূদন দত্ত
রয়েছে তারা শংকর, সুনীল,
তুমি বেঁচে আছো সুখ বাহারে
দহন শেষে
মরেছি আমি অকথ্য অন্ধকারে।
এবং
দুঃখ আমাকে ঢেকে ফেলেছে
ধোঁয়া উঠা শীতেকুয়াশার চাদরে।
আমরা দুজন কতকাল একসঙ্গে ছিলাম?
যতক্ষণ সময়ে
বড়জোর একটা পরিতৃপ্ত নিদ্রা ভোগ করা যায়!
এখন আবার
তেঁতে উঠেছে
অনেক বেশী পেয়ে গেছি এক জীবনে, অনেক
বামনের হাত চাঁদে পৌঁছায় না জেনেও-
হাত বাড়িয়েছি নির্বাণ আগুনে, দহনের লীলায়
ছাই হইয়ে গেছি; নির্বাক! অবশিষ্ট প্রাণে
পদদলিত হতে হতে পৌঁছে গেছি পৃথিবীর এক কোণে!
যেখান থেকে কান্নার শব্দ বের হতে অক্ষম
আকুতির ভাষা যেখানে তুচ্ছ,
মিনতির হাত
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬২ বার দেখা
| ১১০ শব্দ ১টি ছবি
আমি বার বার বুঝতে চেয়েছি আমাকে
আয়নার সামনে দাঁড়িয়ে খুঁজেছি এক একটি যতি চিহ্ন
জীবনের বাঁকে বাঁকে ফোটা ঘাসফুল, বসন্তের রঙ, কাল বৈশাখের তাণ্ডব
দেখতে চেয়েছি কোন অসুখের কবলে মুচড়ে গেছে মনুষ্যত্ব!
কোন ভাঙনের তোড়ে ভেসে গেছে অনন্ত যৌবনের বীরত্ব।
আমি শুধু দেখতে চেয়েছি আমারই
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৭১ বার দেখা
| ৯৫ শব্দ ১টি ছবি
আমি ফেরত চাই আমার বিশ্বাস
ফেরত চাই আমার সবুজ মনন
আমার অবুঝ মন
আমার সহজ দৃষ্টি
ফেরত চাই আমার রাঙাদিন
আমার স্বপ্নিল রাত
আমার শব্দের বালখিল্যতা
আমার মমতা
আমার প্রাণের ছায়া জীবনের মায়া।
পারিনা
একদম খাপ খাইয়ে চলতে পারিনা,
হোচট খাওয়া পায়ে খুঁড়ে খুঁড়ে পথ চলি
তোমাদের কাছে আমি এক বেখাপ্পা জীব!
অথচ
সজীব মনের আয়নায়
তোমাদের নির্জীব প্রতিচ্ছবি বলে দেয়
এই বেলাজ চরিত্র কথা, গুপ্ত কাহিনী!
আমার খুব ব্যথা লাগে-
মানুষ হয়ে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬৮ বার দেখা
| ১৬৭ শব্দ ১টি ছবি