মার্চ ১৩, ২০২৩ বিভাগের সব লেখা

প্রিয়া তুমি এলে
প্রিয়া তুমি এলে
যে মরুতে ছিল শুধু বালি পাথর
শুকনো নদী ছিল নিরব নিথর
যেথায় শুধু বইতো বালির ঝড়
তুমি নিয়ে এলে বৃষ্টির পসর। তুমি এলে সাজে স্বপ্নের দোসর
ঘাস ফুল গাছ পাখিদের বাসর
তুমি এলে চাঁদের জোৎস্না হাসে
নক্ষত্র জ্বলে মিটিমিটি আকাশে। বসন্ত ছড়িয়ে যায় চারিদিকে
সুরের মূর্ছনায় পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | ৭৭ বার দেখা | ৬১ শব্দ ১টি ছবি