সর্বাধিক পঠিত গ্রন্থ
প্রজ্ঞাময় আল কোরআন,
আলোয় রাঙিয়েছে কত জীবন
দিয়েছে পথের সন্ধান।
দেশ, ভাষা, বর্ণ গোত্রে
ছড়িয়েছে সুমহান জ্যোতি,
দিশারী হয়েছে আঁধার জীবনের
সুরভিত পরশের জ্ঞাতি।
অবতরণ করেন বিশ্বস্ত আত্মা
নূরানী হৃদয়ে,
ছড়িয়ে দিলেন গোটা মানবে
এক নব পরিচয়ে।
সেতু বন্ধন করেছেন যুগ-যুগ
শতাব্দীর সাথে শতাব্দী,
পাথেয় হয়েছে মানুষের জীবনের
জন্ম থেকে প্রলয় অবধি।
আল
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১২৯ বার দেখা
| ৮৩ শব্দ ১টি ছবি