হেমন্তের রোদ এসে বারান্দা নিয়েছে দখল,
শীত নেই অল্প, উষ্ণতায় সময় আমার ভরপুর
ছুটির ফুরফুরে অবসর, নেই কাজের তাড়া,
উষ্ণতা ঠোঁট ছুঁয়ে, প্রশান্তি নেমে আসে মনে এক সমুদ্দুর।
অবসরের বুকে বসে ভাবনার বুকে নেই ঠাঁই
কি চেয়েছিলাম, পেলাম কী!
যা পেলাম সেতো অবহেলার বোয়ামেই তুলে রাখি
খুলে