আত্মা আজও খুঁজে তোমায়, আমি আত্মায় ছুটি।
আমি খুঁজি খোদা তোমায়, পাব যে কোথায়!
সবাই শুধু মাংস দেখে, আত্মা দেখে না কো।
আত্মা যদি দেখত তবে আমায় দেখতে পেত।
মানুষ রূপে যা দেখে হাড্ডি মাংস সব;
আসল যে সে নয়কো, আত্মা তোমার আমার সব।
তুমি যখন ভাবছ বহুদূরে বসে, ভাবছ