আজ দশ বছর পর তোমাকে দেখতে পেলাম
একটা হাই তুলতে গিয়ে
এক দশক আমি রেড সিগন্যালকে নিয়তি আর
ট্র্যাফিক পুলিশকে দেবতা মেনে ঘুরে বেড়িয়েছি রাস্তায়
তোমার অফিসের উল্টোদিকে গুটখা দোকানদারের
তিন মেয়ের নাম বেছে দিয়েছি অভিধান দেখে
আর এই গোটা সময়কালে আমি মূলত হাই তুলে গেছি
কোটি কোটি নানা সাইজ
সত্যি এই সুন্দর পৃথিবীটা গোল!
তাইতো দেখছি সবখানে এতো গণ্ডগোল!
জাগায় জাগায় লেগে আছে হট্টগোল!
দেশ জুড়ে শুনি দুর্নীতিবাজদের শোরগোল!
গোল না হয়ে যদি হতো চারকোণা
তাহলেই মানুষের কান্না শোনা যেতো না
ধর্ষণ বলাৎকারের মতো ঘটনা ঘটতো না
দুর্নীতিবাজরা লুটপাট করতে পারতো