আটকাতে পারেনি ঘিরে আসা ঝড়ো অন্ধকার
হাওয়ার উন্মাতাল,কিংবা বৃষ্টির তীক্ষ্ণ ধার!
যখন দিগ্বিদিক ছুটেছিলো গৃহপালিত পশুর পাল
যখন ঘরে ফেরার চটপট কৃষাণীর দু চোখ খুঁজে পায়নি তাল
আমি তখন পা বাড়ালাম
মাথায় তুলে নিলাম রাজ্যের মাতাল ভালোবাসা
ছুটে চললাম
ছুটে চললাম লক্ষ্যে-পাণে
কারণ; মঞ্জিলে তুমি ছিলে!

