তোমার হাতটা ছুঁয়ে দেখা হয়নি,
তুমি দূরে চলে গেলে।
তোমায় মনের খুব কাছ থেকে দেখি।
তাও তুমি দূরে সরে গেলে।
তুমি কি বুঝো নি, তোমায় ছাড়া অন্ধকার আমি।
কেন জানি মনে হয়, তুমি ফিরে আসবে!
আবার হয়তো টেলিফোনের দুপাশে দুজন বসে মনের কথাগুলো বলব ।
আমাকে কি মনে পড়ে ?
খুব জানতে
মুখে ছিল খলিশা ফুলের মধু
চোখে ছিল মায়াবী যাদু
অন্তর ভরা ছিল হেমলক
জীবনটা করে গেল নরক
শরীরের ঘ্রাণ গেছে নিয়ে
হৃদয়ের গহীনে ছুঁয়ে দিয়ে
ব্যাকুল করে মিছে ভাবনা
ছিল না প্রেম ছিল কামনা।
মন নিয়ে খেলেছে নিঠুর খেলা
এখন অবেলায় কেন অবহেলা
গোধূলির পরে ডুবে যায় বেলা
সকলের প্রতি আল্লাহ তা’লার শান্তি ও দয়া বর্ষিত হোক।পরম করুনাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু-
ইসলাম শব্দের অর্থ আল্লাহকে এক উপাস্য ও মুহম্মদ কে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করার মাধ্যমে শান্তি অর্জন করা।আল্লাহর পরিচয় হচ্ছে আল ইলাহ।এখানে আল শব্দের