আর কতোবার গোলাপ হাতে তোমার সম্মুখে
হাঁটু গেঁড়ে বসবো—? বলতে পারো আর কতোবার?
বলতে পারো, এক জনমে আমার কয়টা জীবন
বলতে পারো, আর কতোবার করতে হবে প্রেম নিবেদন?
সমস্ত আকাশ বুকে ধারণ করে যে চিল উড়ে
সেও তো বেশ আছে, আকাশ, সমুদ্র, নদী, অরণ্য
তার কতো কাছে, কতো আছে—–!
মাঝে মাঝে