সত্য কথা লিখে আবার ব্যাকস্পেইসে মুছি,
বললে শুনবো কটু কথা, শুনতে যে নেই রুচি,
সত্য বললে বেজার মানুষ, স্বীকার করতে কষ্ট,
মিথ্যে মোহে মানুষের বাস স্বভাব করে নষ্ট।
মন কথনিকা-৪৬২৮
সত্য বলি তাই বলে তো, কয় না সকল কথা,
বলে দিলে হয় সর্বনাশ, ঝামেলা অযথা,
কাছের মানুষ লুকায় কথা, কীযে কষ্ট
মন কথনিকা-৪৬২৯
লিখে এত লাভ কী আমার, ভাবি নাকো এসব,
বুকের ভিতর লেগে থাকে শত শব্দের উৎসব
লিখতে আমার লাগে ভালো, মনে লাগে শান্তি,
লিখতে পারলে পাতা ভরে যায় মুছে যায় ক্লান্তি।
মন কথনিকা-৪৬৩০
এত যে সুখ চারিপাশে, শান্তি আমার মনে নাই,
কত কথা মনে জমা বন্ধু আমার সনে নাই,
রাগ করে
কাছের মানুষগুলো নিজ স্বার্থে ব্যস্ত, নিতেই অভ্যস্ত,
একবার খুললেই ঠোঁট, পাশাপাশি থাকতে হয় ভীত সন্ত্রস্ত;
আপনজন’রা সব কেড়ে নিতে ওঁৎ পেতে বসে থাকে,
কখন কোন ফাঁকে সব হাতিয়ে নেবে, সে চিত্র আঁকে।
দিতে পারলেই তুমি মহা ভালো, দয়ায় ভরা দেহ
যদি ফেরত চাও তবেই তাদের
সেই যে উড়ে বেড়ানোর দিনগুলো
অতীত হলো বর্তমান পথের উড়িয়ে ধুলো
সেই যে আমার ডানা মেলা দিন
সু দিন ছিলো ধীরে ছুঁয়ে রই দুর্দিন।
কী সবুজাভ মন নিয়ে উড়ে বেড়িয়েছি দিনভর
মনের জমিন প্রেমে ভালোবাসায় সুখে কতই না উর্বর
বুড়ো হয় সময় ভেঙ্গে যায় ডানা,
এবেলা এসে
দুঃখবোধ মন ছুঁয়ে এই যে, যেন মন আকাশ নীল,
শত চেষ্টায় পারিনি মনের রঙ করতে বর্ণিল,
কিছু মন্দ ভাবনা এসে বুকে নেয় ঠাঁই,
নিঃশ্বাস হয় ভারী, বেদনার রঙকেই কাছে পাই।
আকাশ দেখে হবে আর, মনের পথ সঙ্কীর্ণ,
হেঁটে যেতে যেতেই হলো স্বপ্নগুলো চূর্ণ,
জীবন গুটিয়ে ফেলি
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫১ বার দেখা
| ১৩৫ শব্দ ১টি ছবি
আকাশ ছুঁয়ে বিজয়ের পতাকা উড়ে, হাসে বিজয় কন্যা দেশ
চারিদিকে সুর কলরোল বইছে সুখের আবেশ
আকাশে কুয়াশায় বিজয়ের সবুজ লাল আছে ছড়িয়ে,
টুপটাপ শিশিরের শব্দে বিজয়ের হাসি পড়ছে ঐ গড়িয়ে।
আকাশ জানে বিজয়ের জন্য লড়ে যাওয়া মানুষের গল্প
এই প্রজন্ম ভেবো না রক্তের বিনিময়ে কেনা
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪০ বার দেখা
| ১৬৮ শব্দ ১টি ছবি