চারু মান্নান-এর ব্লগ
আমরা বাংলায় কথা কই
আমরা বাংলায় কথা কই
অমর একুশে
প্রভাতফেরির মিছিলে তুমি আসবে তো?
শোকের বসনে ৫২ এর সেই দিনের মতো চেতনায় ফিরে। মুখের ভাষার সে কি বজ্র নিনাদ মিছিল?
মিছিলে মিছিলে সারা বাংলা;
পলাশের আগুনের দিনে মিছিলে গুলি
রক্তে ভেজা পিচঢালা পথ।
মায়ের বকুনিতে!
শহিদের তরে আজও পথ চেয়ে রয়।
ছেলে আসবে! ঘুমপাড়ানি গানে রাত্রি পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৩ বার দেখা | ৫৯ শব্দ ১টি ছবি
প্রভাতফেরী
_______প্রভাতফেরী একুশ আসবে বলে
শঙ্খচিলের ডানায় বর্ণমালা ঐ আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে উঠে। দিক ভুলা শঙ্খচিল
শুন্যে মহাশূন্যের দিক ভুলে, পথের নিশানা খুঁজে ফিরে
প্রভাতফেরীর গানে
লয় পথে নিশানা ফিরে আকাশ নীলে।
নীল আকাশের নীলে
শঙ্খচিল তার স্বপ্নের জাল বুনে; স্বপ্নের বুননে প্রভাতফেরী যে
তার অমোঘ মোহে টানে। মাঘের কুয়াশার আকাশে
ঐ দেখা পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৫ বার দেখা | ৬২ শব্দ
____মৌন বিস্বাদ
____মৌন বিস্বাদ
মাঘের ধুঁয়াসা মেঘে জল নেই
কুয়াশার আড়ালে; শিশির বিন্দু
আমলকীর নাঙ্গা শরীর ভিজে সারা। উত্তরের ক্ষেপ
মৃদু শৈত্যপ্রবাহ
উত্তরের খোলা দ্বারে তুমি দাঁড়িয়ে
চেতনায় পোড়া;
বার বার ভুলের খেসারতের মাত্রা গুনে
ইজি চেয়ারে সবে ঝিম ধরেছে। কার্নিশে একলা কাক ডেকে উঠে আচমকা
এবার তন্দ্রা টুটে;
বিবর্ণ ঠোঁটে কফিতে চুমুক বি-স্বাদের।
কাকটা উড়ে গেলে
বেগুনী পাপড়ি ঝরে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০ বার দেখা | ৫০ শব্দ
আজকের দিনে মা যে আমার
আজকের দিনে মা যে আমার
____আজকের দিনে মা যে আমার
আজকের দিনে মা যে আমার
হারিয়ে গেল কোন সুদূরে?
বাতাস তোরা জানিস নাকি?
সব খানে যে তাঁরেই খুঁজি
আকাশ কি তোর শুন্য নীলে?
আমার মাকে লুকিয়ে নিলি
দিগন্তের ঐ কোন সে দূরে?
মা যে আমার রইল পরে।
সাঁঝের মায়া ঐ সন্ধ্যা তারা
মা কি আমার পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৫ বার দেখা | ১৮৭ শব্দ ১টি ছবি
অনামা বৃত্তায়ণ
অনামা বৃত্তায়ণ
_______অনামা বৃত্তায়ণ পৌষের মেঘ কুয়াশায় ঢাকে
অভিমানে তন্দ্রায়
ধ্রুব তারা জ্বলে জ্বলবে
এমনি সঙ্গোপনে রাত্রি যায়; অমানিশায় রাত্রি যাপনে নগ্ন কাল
সহ বাসে ধরাশায়ী, কতক বিদ্রূপ?
কতক হাস্য রসে হারা?
তবুও পোড়া বিরহ স্বপ্নঘোরে
পোড়ায় নিত্য অমিয় আশায়। বিরহে পুড়ে পুড়ে
কবিতার মুখ খুলে; খোলা হাওয়া গিলে
স্বস্তির নিঃশ্বাস ফেলে
বলে উঠে কবিতা, পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৬ বার দেখা | ৫০ শব্দ ১টি ছবি
সজ্জন সহোদর হারানো বিলাপ
আতর গোলাপ জলে ধৌত শেষ।
সাদা কাপড়ে মোড়া। নাকে কানে সাদা কাপড়ের টুকরা দেয়া। কপিনের চারপাশ চা’পাতি ঢালা, মাঝখানে নিঃস্তব্ধ নিঃসার সোয়ানো লাশ। মুখোমন্ডল যেন, পেলব প্রশান্তির ছাপ ধরে আছে। চিরতরে, নির্বিকার আর কারো সাথে কোন দিন চলবে না, হাঁটবে না, বলবে না পড়ুন
জীবন | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৯ বার দেখা | ১৪১ শব্দ
এখানে আলো নেই
এখানে আলো নেই
কি জানি, কেন জানি?
এখানে আলো নেই
মাথার ওপরে ইটসুরকির ছাদ! নেই আকাশ।
পথে আলো নেই,
ঘরে আলো নেই
ইট সুরকির উঁচু উঁচু দালান! সারি সারি। উঁচু গাছ নেই,
উঁচু পাহাড় নেই
গহিন পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫২ বার দেখা | ৭৯ শব্দ
এবং পথিক
হাওয়ার মতো হালকা বায়ে
উড়ে উড়ে ভেসে ভেসে,
যেতাম যদি তেপান্তরের মাঠ পেরিয়ে!
অচেনা সব নগর বন্দর ঘুরে ফিরে
আঁজলা ভরে নদীর জলে,
প্রাণ ভরে তৃঞ্চা মিটে;
পাখপাখালির ঝাঁকের ভিতর
কুড়িয়ে কটা ঝরা পালক
হাতের মুঠোয় সাজিয়ে নিয়ে পথিক হাঁটে;
আমায় সাথে করে না মোটে
পথিক সেতো বড্ড একা আমারই মতো,
তারই সাথেই আমিও হাঁটি
অচেনা পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৭ বার দেখা | ৬৩ শব্দ
আধেক সেই প্রেম তৃঞ্চা
——–আধেক সেই প্রেম তৃঞ্চা তোমার হাতের অস্থির রেখা!
আমাকে টানেনি কখনও,তাই বোধ হয়
অভিমানে মুছে গেছে সব
প্রেম অধ্যায়গুলো ছানি পোড়া চোখের মতো
আঁড়ালে রয়ে গেল; সদলবলে। প্রেম কি আলো হারা সাঁঝ?
জোনাক আশ্রয়ে বাঁচে; ঠিক দাঁড়িয়ে থাকে
তারকার রোশনাই ক্ষয়ে। সদ্য লজ্জাবতী ছুঁয়ে
যে ফড়িং ডানা মেলে হা্ওয়ায়
তাকে তুমিই খুঁজে ফিরো জীবন পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯০ বার দেখা | ৪৮ শব্দ
যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ
________যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ ঝর ঝর বৃষ্টির ফো্টা
ধরতে গিয়ে আঁজলা পেতেছিলে বৃষ্টির শরীরে
আঁজলা ভরেছ বার বার
সিক্ততার কৌতূহলে ঢেলে দিয়েছ তা বার বার।
আর এখন বর্ষা;
সে কথা মনে আছে তোমার?
নাকি এখনও সেই রকম আঁজলা ভরো
যদি বৃষ্টি আসে ঝাঁপিয়ে
কিংবা বারান্দায় আসতে আসতে মেঘ বৃষ্টি
ছুটে পালিয়ে গেল তোমাকে পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫১ বার দেখা | ১১৪ শব্দ
স্বপ্ন বাজ পথিক
______স্বপ্ন বাজ পথিক বিদ্রূপে কাঠিতে আগুন জ্বলে
অথচ দেখো সময় কালে কি চমৎকার খেলা? বিদ্রূপ ঘুটে এখন সর্ব সহা
নিস্তব্ধ নির্বাক আকল হারা
বে বস,
মস্তিষ্ক বিকৃত পাগল প্রায় মানুষের মতো
বোধ, খাটো থেকে খাটো তরো হচ্ছে। যাপিত কালে ধাবিত পথে, কৈশোর, যৌবন
মধ্যে বয়সে প্রারম্ভে নিত্য নতুন পথ এসে সমুখে;
পথের খতিয়ান,
বড্ড বেশী পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৭ বার দেখা | ৭৮ শব্দ
অর্ধ শতক ধরে হাঁটছে পথিক
বাংলার মৃত্তিকার প্রতি বর্গ ফুটে লুকিয়ে আছে
একাত্তরের জাতি সত্তার শহিদের মজ্জা,
করোটিতে গেঁথে আছে বুলেট, বেয়োনেটের ক্ষত
রক্তমাখা বারুদের কঙ্কাল ফসিল। নিত্য পথে হাঁটি,
ধুলোর বুক জুড়ে রক্ত মজ্জার রসনাই ঝলমলিয়ে গেয়ে উঠে
মুক্তির গান; উদজিবীত হয়, আমার সোনার বাংলা।
পদতল থমকে যায় মুক্তির অনাহারে, স্বপ্ন বিলাপ
দূর আকাশে আশার প্রদীপ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২০২ বার দেখা | ৬৭ শব্দ
আশ্বিনে শিন শিন হাওয়া
______আশ্বিনে শিন শিন হাওয়া আশ্বিনে শিন শিন হাওয়া
মেঘমল্লার দেশ; নদী, বিলে টলটলে জল
শেওলা ঢেউয়ে শাপলার দোল। ঘাস গালিচা আগাছার ফুল
সাঁঝের হাওয়ায় কাঁপে; লজ্জাবতী চুপটি করে
ধুলোর গায়ে শিশির মাখে। নাটাই হাতে কিশোর, বালক
আকাশ নিলে ঘুড়ি চরে; কোথায় সেই রাখাল বালক?
গোধুলী বেলায় গাঁয়ে ফিরে। ফড়িং ডানায় দল বেঁধেছে
সিমের মাছায় সাঁঝ পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৫ বার দেখা | ৫২ শব্দ
জানি, শ্রাবণ ছুঁয়েছে তোমায়
জানি, শ্রাবণ ছুঁয়েছে তোমায়
খোলা চুলে সিক্ততার আবেশ; সনাতন কৈলাশ মুর্চ্ছুনায়
নেশা ধরায় ভেজা মাদকতা। বনে বনে ভেজা সবুজ পাতা যেন উদাসীন আজ
সোঁদামাটির চির চেনা গন্ধ চুঁইয়ে পরে; বির্মষ নিস্তব্ধতায়
ঘরকুনো অভিমান তোমায় ছুঁয়ে বাঁচে। হাওয়ার ছোঁয়ায় জলে ভেজা লজ্জাবতী
চুপসে রয় তোমারই পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৮ বার দেখা | ৭৫ শব্দ
_____একদিন আপনি আপন
_____একদিন আপনি আপন একদিন আপনি আপন
মৃদু হরষে,
পথে যেতে যেতে আনমনা পথিক স্বজন
ফিরে দ্যাখা তারই আপনজন। হয়নি কথা! তার সাথে
কি জানি কি অভিমানে? ফিরে দ্যাখেনি সেও তো আর
চোখের নিশানা মিলিয়ে যায়; ক্ষণ কালেই। সময় ঢলে পড়ে
আচমকা যেন সাঁঝ নামে, পথিক তার পথে পথে
সেই পিছন ফিরে দ্যাখার আত্মমগ্নে নিমজ্জিত
পায়ের পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৯৭ বার দেখা | ৫৯ শব্দ