_______প্রভাতফেরী
একুশ আসবে বলে
শঙ্খচিলের ডানায় বর্ণমালা ঐ আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে উঠে।
দিক ভুলা শঙ্খচিল
শুন্যে মহাশূন্যের দিক ভুলে, পথের নিশানা খুঁজে ফিরে
প্রভাতফেরীর গানে
লয় পথে নিশানা ফিরে আকাশ নীলে।
নীল আকাশের নীলে
শঙ্খচিল তার স্বপ্নের জাল বুনে; স্বপ্নের বুননে প্রভাতফেরী যে
তার অমোঘ মোহে টানে।
মাঘের কুয়াশার আকাশে
ঐ দেখা
____আজকের দিনে মা যে আমার
আজকের দিনে মা যে আমার
হারিয়ে গেল কোন সুদূরে?
বাতাস তোরা জানিস নাকি?
সব খানে যে তাঁরেই খুঁজি
আকাশ কি তোর শুন্য নীলে?
আমার মাকে লুকিয়ে নিলি
দিগন্তের ঐ কোন সে দূরে?
মা যে আমার রইল পরে।
সাঁঝের মায়া ঐ সন্ধ্যা তারা
মা কি আমার
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭০ বার দেখা
| ১৮৭ শব্দ ১টি ছবি
আতর গোলাপ জলে ধৌত শেষ।
সাদা কাপড়ে মোড়া। নাকে কানে সাদা কাপড়ের টুকরা দেয়া। কপিনের চারপাশ চা’পাতি ঢালা, মাঝখানে নিঃস্তব্ধ নিঃসার সোয়ানো লাশ। মুখোমন্ডল যেন, পেলব প্রশান্তির ছাপ ধরে আছে। চিরতরে, নির্বিকার আর কারো সাথে কোন দিন চলবে না, হাঁটবে না, বলবে না
জীবন|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭৮ বার দেখা
| ১৪১ শব্দ
________যদি ফিরে বৃষ্টির আচমকা প্রলাপ
ঝর ঝর বৃষ্টির ফো্টা
ধরতে গিয়ে আঁজলা পেতেছিলে বৃষ্টির শরীরে
আঁজলা ভরেছ বার বার
সিক্ততার কৌতূহলে ঢেলে দিয়েছ তা বার বার।
আর এখন বর্ষা;
সে কথা মনে আছে তোমার?
নাকি এখনও সেই রকম আঁজলা ভরো
যদি বৃষ্টি আসে ঝাঁপিয়ে
কিংবা বারান্দায় আসতে আসতে মেঘ বৃষ্টি
ছুটে পালিয়ে গেল তোমাকে