নিকুচি করে এলাম তোদের বুর্জুয়া জোট
থাক তোরা মাংসের দরকষাকষিতে
মেকি হাসির মাখামাখিতে
আমি তো সেই কবেই
মাগনা বিক্রি করে দিয়েছি ঝুড়ির সব বন্ধুপ্রীতি! আদতে
আমি তা ভিক্ষা দিয়েছি
কি হবে এই মিথ্যের বেসাতি আঁকড়ে
যেখানে
মুত্রের দামে বিক্রি হয় বিবেকের মনুষ্যত্ব!
প্রেমের নামে
বিক্রি হয় নির্মম দাসত্ব,
মুনাফা অর্জনে বিকোয় বন্ধুত্ব
বিশ্বাসের

