নিপুণিকার সনদ এঁটে
সেরেছি সব কাজ, সব দায়ভার-
শুধু আমার দিকে আমি
ফিরে চাইনি একবারও
– পাইনি অবসর।
যে যার মত নিয়ে চলে গেছে
যেমন গন্তব্য যার
আর আমি একাকী প্রান্তে-
তাৎপর্যহীন জীবনের তাৎপর্য খুঁজতে খুঁজতে
হচ্ছি অস্থিচর্মসার।
রবার্ট ফ্রষ্ট তুমি সত্য বলেছ-
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪০১ বার দেখা
| ৭৯ শব্দ ২টি ছবি
তুমি যদি কথা বল, অরণ্য উৎকীর্ণ হয়ে থাকে
তারার তিমির-জ্বলা ডাক দেয় শাখা-প্রশাখাকে।
তুমি যদি কথা বল, সমুদ্রসৈকতে বালিয়াড়ি
আগ্রহে চঞ্চল হয়, যদি সুর ভেসে আসে তার-ই।
তুমি যদি গান গাও, সে-গানে বিহঙ্গ পাখা নাড়ে,
তোমার কাকলি শুনে শীতার্ত বৃক্ষেরা পাতা ছাড়ে।
তুমি
কবিতা|
০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৩১ বার দেখা
| ৯৩ শব্দ ২টি ছবি
একটি মানুষের মধ্যে আমি
এক আকাশ অন্ধকার দেখেছিলাম।
কতজনের সঙ্গেই ত মিশি,
ভালবাসি, ঘৃণা করি, থাকি উদাসীন।
তারা সব টুকরো টুকরো আলো
উজ্জ্বল কি স্তিমিত।
তাদের চেনা যায়, পড়া যায়
মানেও পাওয়া যায় ছাড়াছাড়া।
তাদের সঙ্গে পরিচয় দিয়েই
জীবনের প্রাঞ্জল পুঁথি প্রতিদিন লেখা।
কবিতা|
০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬৯১ বার দেখা
| ১৪২ শব্দ ২টি ছবি
আকাশ নীল দেখলে খুব দূরে যেতে ইচ্ছে করে।
আর দূর ভাবলেই সমস্ত শব্দ ঝিনুকের মতো এক
সমুদ্রের ঢেউ- এ ওঠে পড়ে। মনে হয় ফিরতে ফিরতে
তোমার জন্য কিছু নিয়ে আসি।
দেখি লাল ভেলভেটের সবচেয়ে উঁচু বেদীতে বসে আমার মা সাম্রাজ্য শাসন করছেন।
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫২৪ বার দেখা
| ১৪৪ শব্দ ২টি ছবি
এক জীবন ভাঙ্গতে ভাঙ্গতে অন্য জীবন গড়তে থাকি
এক জীবনের শূন্যতাকে অন্য জীবন ভরিয়ে তোলে,
এক জীবন জবুথবু, অন্য জীবন হাওয়ায় দোলে-
এক জীবন যেমন-তেমন, আরেক জীবন সাজিয়ে রাখি।
নদীর জলে হাত রেখেছি, নদী আমায় ক্ষমা করে;
নারীর দেহে হাত রেখেছি, নারী
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫০২ বার দেখা
| ৮৯ শব্দ ২টি ছবি
দিন যায়
সমস্ত আকাশ জুড়ে
যায় আমার দিন যায়
আমার সমস্ত দিন তাকিয়ে দেখা
সমস্ত দিনের ছায়া দিয়ে মাপা
দিন যায়
আমার দিন যায়।
কে তুমি এ-পথে গেছ ভোরে
কে ফের সন্ধ্যায়।
নদীর আঁচল লাল
রাঙা ধুলো ওড়ে মাঠে মাঠে,
মুন্ডহীন
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৯৭ বার দেখা
| ৯১ শব্দ ২টি ছবি
“হে বন্ধু, সবার চেয়ে চিনি তোমাকেই
এ কথায় পূর্ণ সত্য নেই।
চিনি আমি সংসারের শত সহস্রেরে
কাজের বা অকাজের ঘেরে
নির্দিষ্ট সীমায় যারা স্পষ্ট হয়ে জাগে,
প্রত্যহের ব্যবহারে লাগে,
প্রাপ্য যাহা হাতে দেয় তাই,
দানা যাহা তাহা নাহি পাই।
অনন্তের সমুদ্রমন্হনে
গভীর রহস্য হতে তুমি এলে আমার জীবনে।
উঠিয়াছ অতলের অস্পষ্টতাখানি
আপনার
কবিতা|
০ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫৩১ বার দেখা
| ৭১ শব্দ ২টি ছবি
রাত্রীর বিষণ্ণ নীরবতা ভেঙ্গে যখন স্বপ্নীল চৈতন্য
নিয়ে ফোটে রোদের মঞ্জরী-
জীবনের মাঠে; রূপোলী বীজের ঘ্রাণ ভেসে আসে দূর
বনভূমি থেকে; বিরামহীন দ্রুতলয়ে ফুটতে থাকে ভোর-
আলোকমন্ডিত পৃথিবী থেকে দ্রুত অন্ধকার সরে যায়,
জাগতিক বৃক্ষের বুক থেকে বিদায় নেয় রাত্রি, তখন আমি সৃষ্টির
দর্পনে রাখি
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫০৫ বার দেখা
| ১৪৯ শব্দ
একটা জামা ছিলো আমার
রঙ তার লাল।
আজীবন সাবান জলে যুদ্ধ হলো
বুক থেকে ঝড়লো রঙ
শতাব্দী পর তবু সে আজ
রয়ে গেল টুকটুকে লাল।
এক বন্ধু ছিলো আমার।
কবিতা লেখায় ছিলো তার শখ।
নাম?
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬৬৩ বার দেখা
| ১০৫ শব্দ ১টি ছবি
আমি স্বপ্ন লালন করি
আবার আসবে ভেবে
ধরে রাখি মস্তিস্কের কোঠায়।
দিন বয়ে যায় দ্রুত
দীর্ঘ হয় সূর্যের ছায়া
যেন এক নারী বিছায় আঁচল
ভিজে এলো চুল আকাশ আড়াল
করে নামায় আঁধার।
বাতাস ছড়ায় দীর্ঘশ্বাস
রাত এলেই স্বপ্নেরা ভীড় করে
দূরে কোথাও