=চাঁদালোর ঘোর=
তাকিয়ো না আসমানে আজ, পুড়ে যাবে চোখ
মায়াবী আলোয় ইচ্ছে কেবল পথে পথে হাঁটি
ইট সুড়কির পথ, চলতেই যেনো বুক ধুকপুক,
এখানে নেই শিশির ভেজা দূর্বাঘাসের মাটি।
যদি সঙ্গে থাকো তুমি,ভয় কাটিয়ে নামবো পথে
নিঝুম হউক রাত্রি, ঘুমাক নিস্তব্দ শহর
সুখের দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ব আলোর