তাকিয়ে থাকি শুধু এ আবেগে
ডাকবো না কাছে কখনো তোমায়
বুঝতে পারো না চোখের ভাষায়
ঝুলে থাকি সারাক্ষণ একি তৃষ্ণায়
তোমায় দেখতে মন শুধু চায়। যতবার দেখি চাঁদ নিশিরাতে
তারাদের ফিসফাস শুনি বাতাসে
দোল খায় আকাশে মেঘের দল
টুপটাপ ঝরে পড়ে শিশিরের জল
তোমায় দেখতে মন বড় উতলা
ভুল করেও

