পাগলের বানী

আচ্ছা পাগলি।
দূর তুই পাগলি হতে যাবি কেনো। কি করবো বল…। পাগল মন তাই ভালো মানুষরেও পাগল মনে করে।

আচ্ছা স্বপ্নের জগৎ-টাই সব থেকে ভালো… তাইনা? সেখানে সবাই আপন। কেউ কাউরে কষ্ট দেয়না। এ জগৎ আমার আর ভালো লাগে না। চলে যেতে ইচ্ছে করে জগৎ ছেড়ে। এখানে শুধু কষ্ট আর কষ্ট। কোনো কিছু চাইলেও কষ্ট, না চাইলেও কষ্ট। ভালোবাসলেও কষ্ট, না বাসলেও কষ্ট। ভালো না বাসার কষ্টটা যেমন মারাত্মক, ভালোবাসার কষ্টটা আরো বেশি মারাত্মক। কাউকে ভালোবাসলে তার থেকে সম পরিমান ভালোবাসা না পেলে, পেতে হয় যেমন কষ্ট। কাউকে ভালো না বাসলেও তখন পেতে হয় শুন্য হৃদয়ের কষ্ট। শুন্য হৃদয় যখন থাকে তখন মনে হয়, “কি যেন একটা নাই।” আর শালার যখন ভালোবাসা হয়ে যায়, তখন দেখা যায় কি, নিজের মধ্যেই নিজে নাই। কি দারুণ বিষয়… তাই না ?

মাঝে মাঝে ভাবি এই ভালোবাসা জিনিসটা এমন কেন? না যায় দেখা, না যায় ছোঁয়া…আরে ভাই, যেই মানুষটা বেঁচে আছে তারেতো তোরা কেউ ভালোবাসিস না, তো সেই মানুষটা মরে গেলে তোদের এতো ভালোবাসা বের হয়ে আসে কোত্থেকে ? সময় থাকতে যদি তারে একটু ভালোবাসা দিতি তাইলে কি তারে হারাইতি… নাকি সে বিদায় নিতো এই জগৎ ছেড়ে।

এখন আমার কথাগুলা শুনেতো আমারে তোরা পাগল বলবি… তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি পাগল আছি বেশ আছি, অন্তত তোদের মতো খেলাতো আমি খেলি না। নিজেকে নিয়েই না হয় একটু ব্যস্ত থাকি। আমার চাকরি নিজেকে খুশি রাখার চাকরি। কারোর মন নিয়ে খেলার চাকরি আমি করি না বাপু। ৯টা – ৫টা যেমন সরকারী চাকরী, তেমন তো তোদেরো চাকরী হয়ে উঠেছে, “সকাল থেকে সন্ধ্যা, মন ভরলেই মন্দা।” এমন চাকরি বাপু আমি করিনা। করতে পারি না। তাইতো আমি পাগল। যদি পারতাম এমন খেলা খেলতে,তাহলে হয়তো থাকতাম তোদের দলে। তোরা কিন্তু তোদের এই চাকরির দারুণ একটা নাম দিয়েছিস প্রেম প্রেম খেলা। এমনি না হয় নাই রইলাম তোদের দলে। তবে বেশ ভালো আছি। ভালোই কাটছে আমার দিনকাল। কারন আমি ভালোবাসি। আর ভালোবাসলেতো লোকে তারে পাগল বলে। কারণ কি জানিস??? ভালোবাসায় যে খেলা যায় না। তাতে তাদের সময় কাটবে কি করে।

তাইতো আমি পাগল। ভালোবাসার পাগল।।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৯-০১-২০২১ | ৯:৫৭ |

    একদম স্বতন্ত্র ঘরানার লিখা উপহার আমার কাছে ভালোই লেগেছে। স্বাগতম জানাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
    • আপন : ২৯-০১-২০২১ | ১৪:১৬ |

      দোয়া করবেন।আশা রাখি পাশে থাকবেন।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif

      GD Star Rating
      loading...
    • মুরুব্বী : ২৯-০১-২০২১ | ১৮:৩৫ |

      দোয়া রাখি। নিয়মিত লিখুন এবং আপনার সহ-ব্লগারদেরকেও তাঁদের লিখায় আপনার মতামত দিয়ে উৎসাহিত করবেন এটাই প্রত্যাশা থাকবে। পাশাপাশি লিখাটির লিংক আপনার এফবি'র ওয়ালে শেয়ার দিয়ে বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেবেন। ভালো লাগবে। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...