জীবন থেকে বাজবে যেদিন বিদায় বেলার বাশি,
সেদিনো বলবো আমি, তোমায় ভালোবাসি।
সেদিন তুমি খুঁজবে আমায়,খুঁজবে আমার হাসি,
দূর পরপার থেকে বলবো সেদিন
তোমায় ভালোবাসি।
হয়তো সেদিন পাবেনা তুমি দেখতে আমায়,
পারবেনা আর ডাকতে।
অন্তর মাঝে থাকবো আমি,
তোমার প্রতি মুহূর্তে।
রেখে দিও প্রিয়তমা,
আমার শেষ বানী,
জানি ভুলবেনা তুমি,
শুধু হারিয়ে যাবো আমি।