ছায়া ঘিরা কত ডালিমের বাগান
একটা ডালিম শুধু অন্ত রঙ মহলে ভাবি
আরও খালি কলস দুচোখ ভরে দেখি
মায়া ঘিরা সবই চাই শুধু নিভূতে-
শত শত কলম ঝরে যাচ্ছে নিমেষে
রাতদুপুর দাগ রেখে কালির আগুন-
সহজ সরল কিংবা নিঠুরতায় একনিষ্ঠতায়;
অথচ আমার চাওযা এতটুকু সামান্য।
০৫ ফাল্গুন ১৪২৬, ১৮ ফেব্রুয়ারি ২১
————————————
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দারুণ লেখনী
শুভ কামনা আপনার প্রতি।
অনবদ্য লেখনী
শুভকামনা রইল সতত
কবিতা পড়লাম বাউল কবি মি. আলমগীর সরকার। দারুণ।
আপনার হাতে ছড়া পদ্য পড়তে ইচ্ছে করে।