আলমগীর সরকার লিটন-এর ব্লগ

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

ভিসা ভোট
ভিসা ভোট
অবাধ সুষ্ঠু ভোট দানে
আমেরিকার ভিসা
বাহ বাহ কি চমৎকার!
কেউ আর বলতে পারবে না
মামা বাড়ির আবদার; কি সাঙ্ঘাতিক চিন্তা রে বাবা
হোক না অবাধ সুষ্ঠু ভোট
ইতিহাস শুধু সাক্ষী থাক
অসুষ্ঠু ভোটে ভিসা নাপাক
নতুন আঙ্গিকে হোক ভিসা ভোট।
১৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৯ মে ২৩ পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | ৬৯ বার দেখা | ৩৭ শব্দ ১টি ছবি
ফুঁ দিয়ে যা
ফুঁ দিয়ে যা
দালালবাদ আর পুঁজিবাদ
একই ধান্দাবাদের বাতাস
মুখোচোর আর জুতোচোর
একই ঘরে শিং খুরার রাত;
কে শিক্ষিত- কে মূর্খ বুঝা
বড় ভার! পেন্ট শার্টে বাহার;
সব একই মাটির দেহ পা
জীবন চলে শূন্য ফুঁ দিয়ে যা!
দালালবাদ আর পুঁজিবাদ
একই সূত্রে ফুলের মালায় কাদ। ০৭ পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | ৬২ বার দেখা | ৩৯ শব্দ ১টি ছবি
টক বক বক
টক বক বক
১৫ কোটি খেলোয়াড়
খেলছে সময়ের সেকেন্ডে হরদম!
স্লোগানে মুখরিত চোখ মুখ দাঁত
এমন কি হাত পা ভেসে যাচ্ছে-
জলশুকনো মাঠ ঘাট; মেঘশুকনো
ভেজা বৃষ্টিতে খেলা হবে! খেলা, দম দম;
অথচ গাঁয়ে পারের খেলোয়াড় দাঁড়িয়ে
দেখছে শুধু মায়ের শূন্য আচল
আউশ ধানের নবান্ন উঠান আর জ্যৈষ্ঠের
গন্ধ বাতাস উড়ে- পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | ৮১ বার দেখা | ৫৭ শব্দ ১টি ছবি
কি এসে যায়
কি এসে যায়
তিলে তাল পেকেছে
অন্য ইশারায়!
মাগুরে শিং ফুটেছে
বিষফোঁড়ার কি এসে যায়?
কি এসে যায়- তিলে তাল পেকেছে
অন্য ইশারায়। তেঁতুলের গন্ধ ভারি জল;
খরস্রোতে নদীর বালুচর-
এক নজরে বৃন্দাবন,
কে বলে প্রেমের সখায় চল!
তেঁতুলে গন্ধ ভারি জল। ধানে উইপোকা, ঘরের চালে
বৃষ্টির ফোটা, গড়ে গড়ে বান-
নিজের ভুলে হয় না পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৮ বার দেখা | ৫২ শব্দ ১টি ছবি
শূন্য হাত
শূন্য হাত
ফিরলাম শুধু শূন্য হাত
পাশের লোকটি চেয়ে চেয়ে দেখলো!
মেঘটা কখন মাথায় ঘসে গেলো
বুঝলাম না; জল বৃষ্টি দেখে ভাবছো কি?
ভেবো না- দু’পা এখনো জলের উপর দাঁড়িয়ে
আকাশ ভাবি না, মাটিকে স্পর্শও করি না-
কারণ দেহটাই তো আগুন- মাটি;
দেখো দেখো ঐ যে ঘুড়ি উড়ছে-
এই বুঝি পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৪ বার দেখা | ৫৯ শব্দ ১টি ছবি
বৃষ্টি চাই বৃষ্টি দাও
বৃষ্টি চাই বৃষ্টি দাও
বৈশাখে জলকাদাতে মাখবো,
তা না হয়ে- ইটভাটার অনল,
শুধু গায়ে পিঠে জ্বলে যাচ্ছে-
সহ্য করা দায়-বলো এখন চৈত্র
না কি বৈশাখ; সব ইতিহাসকে
হার মেনেছে; তবু রোজারগলা
পিপাসার লাগে না শুধু তাপদাহ
এক প্রেম অনল অনুভব হেঁটে যাচ্ছে
আকাশ মাটির উপর নিচু সব সমান
নিজের শুধু নিঃশ্বাস পুড়া হাহাকার
চলে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৮ বার দেখা | ৫৪ শব্দ ১টি ছবি
আঙ্গিনা
আঙ্গিনা
আগুনের কাজ জ্বলতে
ভালোবাসা চায় পুড়তে- পুড়তে
এটাই তো দৃষ্টি বহর শুধু
বাতাস বয় নিশ্বাসে নিশ্বাসে;
ফাল্গুনের হাটবাজারে
কত রঙের মেলা, কিনবো বলো
সরিষার চারা- সোয়া চন্দন পিটের ফুরা
ধোয়া ছাই শুধু সোনালি মোড়ে
আগুনে পোড়া- পোড়া-
এ ভালোবাসার ঘর আঙ্গিনা। ২৯ চৈত্র ১৪২৯, ১২ এপ্রিল ২৩ পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০ বার দেখা | ৩৭ শব্দ ১টি ছবি
রঙিন টিভি
রঙিন টিভি
নিশ্চিয় এক চেয়ারে বসে গেছি
দেখছি দুনিয়ার ছবি সব অলি গলি;
কত এলো সাইক্লোন, হ্যারিকেন, টনর্ডো
তবু চেয়ার ভাঙ্গে না- প্রভু গেছেন মিশে
যাত্রাপালা মঞ্চ নাটক ভুলেই গেছি-
এসব চলে কি আর, সবকিছু আজ আধুনিক!
অভিনয়টাও স্মার্ট- চমৎকার রঙিন টিভি-
চেয়ারটা ভেঙ্গে যাবে যাক- আমি থাকি চাঁদ
আমার পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৩ বার দেখা | ৫৭ শব্দ ১টি ছবি
শুধু শুধু
শুধু শুধু
এ কথা সত্য তোমাকে দেখতে পাই না
খুব কাছে দৃষ্টির বহরে ঠিকই দেখতে পাই
বুঝতে পাই- এ যেনো হেঁটে যাচ্ছো! ওখানে দাঁড়িয়ে আছো আর পছন্দ অপছন্দ
বিরক্ত হওয়া সময়, জানি খুব কাছের কেউ না
মন ভাবনার উচ্ছলে উঠার নদী ছিলে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৮ বার দেখা | ৬৪ শব্দ ১টি ছবি
সুখ আঁধার
সুখ আঁধার
সুখ পাখি রে চেনা দায়
ঘর কোণায় থাকিস রে তুই!
ডাকলে কাছে না পাই-
সুখ পাখি রে চেনা দায়!
দুঃখের দুঃখী আমি ‍শুধু
বলে গেলো না কেউ-
আমার ঘরে আয়। উড়াল দিল ইচ্ছা ডানায়
অশ্রু জলে কেমন করে সহ্য
আমি অধম অসহায়-
তোক ছাড়া নাই উপায়
কোন চোখে দেখবো আবার
আপনে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৯ বার দেখা | ৬১ শব্দ ১টি ছবি
নুনের চোখ
নুনের চোখ
এক বাটি নুনের চোখে নাকি
এক গলা মুক্তার স্বপ্ন- তাহলে ঝিনুকের
কষ্ট কোথায়, বুঝে না- বুঝে না- না শুধু
মাছ রান্না করা গোলমরিচের আচড়;
এ সব রঙিন বাতাসে ভাসে না
বাঁশপাতার বাঁশিতেও গান ধরে না-
কি সুখ আছে নুনের চোখ; এক বার
এক বার মধুরচাক এক নজরে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৯ বার দেখা | ৫৮ শব্দ ১টি ছবি
গন্ধ
গন্ধ
বাতাসের গায়ে যখন
সোনালি দিনের গন্ধ পাই!
তখন কারেন্ট শট খায়;
মৃদু কথা হয়, ঘোর পূর্ণিমায়,
চাঁদ আপনায় চলে আসে- আসে-
যত আনন্দ, চোখের পাতায়
পাতায় খেলা করে করে- একাকার
কোন ক্লান্তবোধ নাই গন্ধ ফুরায় না
শুধু দুর্বলা ঘাসের মাঠে ঘাসফড়িং,
জোনাকিরা মাতোয়ারা নাচে নাচে।
বাতাসের গায়ে যখন সোনালি
দিনের গন্ধ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৩ বার দেখা | ৪৮ শব্দ ১টি ছবি
অট্রালিকা
অট্রালিকা
অট্রালিকার সামনে
দাঁড়িয়ে পাগল, দেখো তো
কোন পাগল; গন্ধ
সামাল যেনো ঝড় তুফান
ভয়, ক্ষয়, জয় সব
থাক- জীবন মৃত্যুর খেলা;
ভাবতে কি পারো?
অট্রালিকার কোণায় কবর
পাগলামি নয় কো
পাগল, অহমিকার পাগলী।

২৪ ফাল্গুন ১৪২৯, ০৯ মার্চ ২৩ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৫ বার দেখা | ২৯ শব্দ ১টি ছবি
ভোর গঞ্জনা
ভোর গঞ্জনা
রাত এলে দেহের কুঞ্জ বনে
শৈশবের ধান চাষের ঘন্টা বেজে উঠে;
ঘুম এলে স্বপ্ন ডাঙ্গার প্রেম
প্রেম ভাব-যেনো দীর্ঘশ্বাস নাকের ডগায়
ভেসে যায় মেঘ- পানকৌড়ি
সাঁতার কাটার জল কিংবা বুনোহাঁস!
এভাবেই যাচ্ছে সরগম সব
চাপটা আঘাত, রক্তপাত, ভোর গঞ্জনা-
স্বার্থপর দিনের পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭২ বার দেখা | ৫০ শব্দ ১টি ছবি
উম্মুখ প্রেম
উম্মুখ প্রেম
লাল সাদা প্রেম
উম্মুখ বাউল মনের কি ভাবনাময়
দিন রাতের স্বপ্ন-
কোথায় গিয়ে দাঁড়ায়, বুঝা কঠিন
তবু লাল সাদা
প্রেম- গড়ে গড়ে যাচ্ছে মৃত্যু সুখের
মাটি ছোঁয়া ঘাসে-
ঘাসে অথচ বুঝার শক্তি হয়ে উঠে না,
লাল সাদা গায়;
শুধু নেশায় নেশায় চলচ্ছে উম্মুখ পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬৫ বার দেখা | ৪৭ শব্দ ১টি ছবি