প্রিয়তমার সমীপে

CL_16

হাসপাতালের শক্ত বিছানায় জবুথবু হয়ে,
দূরের প্রকাণ্ড হিজলের ডালে,
কোকিল দম্পতির খুনসুটি অবলোকনে-
ভাবোদয় হয় পৃথিবীতে এখনো প্রেম আছে।

রুটিন করে ডাক্তারের দেখাশোনা,
আত্মীয়ের বেদনাহত মুখের দর্শনে,
বুঝতে বাকি নেই-
পৃথিবীর সময় ফুরিয়ে এসেছে।

মৃত্যুর অপেক্ষায় আমি,
ঐ পাড়ে অসংখ্য স্বজনের ভিড়ে,
চোখ যুগল জ্বলজ্বল করছে-
তুমি যে নির্ঘুম রাতের অবসান করছো।

পৃথিবীর বুকে গল্প রচাতে কত চেষ্টা,
কত রাতের নির্ঘুম কাটানোর ফলে-
স্বপ্ন সাজানো যেত পৃথিবীর আস্তরণে,
বোবা স্বপ্ন গুলো হারিয়ে যাবে।

তোমার সমীপে,
আজকের অব্যক্ত কথাগুলো,
মরণের বিছানায় তোমায় বলতে পারছি-
এই হলো সুখানুভব।

ত্রিশ বছরের যাপিত জীবনে,
শত অনুযোগ, অনাহার-
এক সাথে বাঁচার স্বপ্ন বোনার ক্ষণে,
তোমার সাহচর্য শক্তি দিয়েছিলো।

জানি বোধহয় শেষ নিঃশ্বাস গুনছি,
আত্মীয়ের চোখে বিষাদ চিহ্ন,
তোমার হাতে হাত রেখে বলছি-
ভালোবাসি।

তুমি বেঁচে থেকো সুখে-
বেলকনিতে দাঁড়িয়ে থেকে দেখো-
ঠিক জারুল তলায়,
মাটির বুকে মিশে রবো তোমার অপেক্ষায়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
প্রিয়তমার সমীপে, 5.0 out of 5 based on 1 rating
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১২-০৩-২০২৩ | ২৩:০৭ |

    বরাবরের মতো পরিচ্ছন্ন এক কবিতার প্রয়াশঃ। অসম্ভব সুন্দর উপমাময়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...

মন্তব্য করুন