দূর পাড়ায় বাসন্তী সাজের আয়োজন নববধূর,
পুষ্পরাজিতে ফুলে ফুলে সয়লাব হবে-
তোমার চুলের স্পর্শ রবে কতক গোলাপে। জারুল তলায় কপোত-কপোতী নানান বেশে,
বসন্তের রঙ মাখাবে শত আদরে,
হৃদয়গ্রাহী বাংলার চিরাচরিত গানে-
তোমার বন্দনাবাক্য ছড়াবে চারপাশে। পল্লবে প্রেমের রব উঠবে,
কোকিলের কুহুতানে প্রেমিকের মননে-
শতক পঙক্তি সাজাবে প্রেয়সীর তরে,
তোমায় সাক্ষী রেখে

