প্রতিটি ভাঙনের পরে সূর্য দেখি
প্রতিটি প্রলয়ের পরে প্রদীপ
বারবার আঘাত সয়ে চলেছি
আমাকে ভেঙ্গে ফেলবে, এত সহজ!
ঝড়ে হয়তো মুষড়ে যাব
পুনরায় দাঁড়াতে পারবো না, ভুল!
পরাজয় প্রতি পদে ডেকে যায়
জয়ের কাঙ্ক্ষা তবু ছাড়ি না।
তোমার পায়ের জুতোর ধার পরখ
করেছি, লাথি খেয়ে ছিটকে পড়েছি
দূরে। উঠে দাঁড়ালে পুনরায়
লাথি। মনের বারুদ তবু জ্বলে।
বারবার পরাজিত হই, বারবার
অপমানিত। জীবনের পিছু তবু ছাড়ব না।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
জীবন চরিত এক এবং অভিন্ন। শুভ কামনা প্রিয় কবি প্রিয় আবু মকসুদ।