আমাদের প্রতিটি গল্প
সমান্তরাল ছাঁচে রূপ নিচ্ছে,
প্রতিটি পদক্ষেপ ঘুরে ঘুরে ফিরছে
এক অভিমুখে। প্রতিটি বাক্য শেষ পর্যন্ত
করোনায় মিলিত হচ্ছে, প্রতিটি শ্বাস
ধাবিত হচ্ছে কৃত্রিম যন্ত্রে।
আমাদের প্রতিদিন লাশ গুনতিতে
ব্যয় হচ্ছে। প্রতি মুহূর্তে ছুটে যাচ্ছে
কোন প্রিয় হাত। রাতের অন্ধকারে ছেয়ে যাচ্ছে
আমাদের প্রতিটি ভোর।
তিরোহিত হয়েছে জগতের সমস্ত আলো।
আমাদের উচ্ছল সময়ে শুধুই নীরবতা।
আমাদের জনপদ গা ছমছম করা কবর।
আমাদের কবরে দীর্ঘ লাশের সারি
আমরাও অপেক্ষমাণ
দীর্ঘ ঘুমের আয়োজনে।
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
দুঃসময় হয়তো একদিন কেটে যাবে … তারপরও এই বোধনের অনুভবের রেশ থেকে যাবে। শুভেচ্ছা এবং ভালো থাকবেন এই প্রত্যাশা রাখি কবি আবু মকসুদ ভাই।
বেশ বোধময় কবি দা