আমাকে ইন্দ্র মোহন রাজবংশী
করে যদি পাঠাতে
অন্তত একদিনের জন্য
সম্মানের পুনরুজ্জীবন পেতাম।
এই যে মরে গিয়ে চিহ্ন হীন এক কবরে
শুয়ে আছি। এই যে কবরের ফাঁক গলে
শেয়াল প্রতিদিন হিসু করে।
বলো খোদা এটা কি ন্যায় বিচার!
জীবিত আমি তুচ্ছ ছিলাম
অনেকের জুতোর শুকতলা