জলময়ূরের মতো ব্যথালু ডেকে ওঠে মেঘবৃষ্টির বিকেলটি।
তোমার মনে পড়ে কি…
ঝাঁপি টেনে নিজেকে গুটিয়ে নিই
গৃহহীন,
ভিজে ভিজে অসুখকে সুখ দিই,
জল গিলে শরীর পচিয়ে ফেলি যত
ফুটপাত যাত্রীর সর্পিল লাইন, শরীর টেনে টেনে ছাউনির নীচে এ কোণে ও কোণে
ঘুম সরাই, খিদেমেটার সামান্য খড়কুটো সরাই—-
তখন শুনি ঘনঘোরে তোমাদের কাতর রিনিঝিনি, গ্রামোফোনিক বাদল দিবস।
তোমাদের জানালার কাচে
হাওয়ার হরবোলা স্মৃতি গিলে ফিরে চলা
পরিযান শেষে,
আবার একবার ডেকে ওঠে কালবোশেখীর বিকেল
জলময়ূরের ছদ্মবেশে
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
হাবিজাবি লেখা - ৬,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
হাবিজাবি লেখা হলেও আমার কাছে অসামান্য লেগেছে প্রিয় কবি।
loading...
চমৎকার অনুভূতির দারুণ প্রকাশ ,
অসাধারণ
loading...