প্রকৃতির উষ্ণ ঠোঁটে এখন কাশফুল ঘ্রাণ
সাথে বৃষ্টি ভেজা অনুভূতি,
শ্রাবণ চলে গেছে
বৃষ্টি যায়নি …
এক আকাশ নিয়ে আমি ভীষণ খুশি,
যখন তখন মেঘ হয় আকাশে
মেঘ গলে ঝুম বৃষ্টি …
বৃষ্টির কোন বাঁধা ধরা নিয়ম নেই
ভিন্নভাবে কত রূপে বৃষ্টি হয়।
মনের আকাশে মেঘ জমলে দু’চোখে আমি
বুকের গাঢ় ভাঁজে লুকিয়ে আছে নীল
সে নীল ছড়িয়ে গেছে এক আকাশে,
প্রকৃতির সবুজাভায় এক আকাশ রৌদ্র ছুঁয়ে আছে
পুড়ে যাওয়ার ভয়ে আলগা হয়েছে মুঠো ভরা স্বপ্ন:
নক্ষত্র দুপুর চোখ মেলেছে
স্তব্ধতার নির্জনতায় ঘুমিয়ে আছে গভীর রাত
বৃক্ষের ফুল পাতায় ভরে গেছে জ্যোৎস্না ;
সমুদ্র’র চোখে বৃষ্টির
তোমাকে দেখবো বলে কত কত প্রতীক্ষা
তুমি নতুন পৃথিবীর প্রথম কবিতা
হয়তো লিখেছেন অন্য কোন কবি,
বাইরে ঝুম বৃষ্টি
কষ্ট আর আমি
নিবিড় সকাল বুকে ভোর হয়ে জেগে উঠেছি:
গভীর রাতে কখন যে এ পথে হেঁটে গেছ তুমি
আমি কেবলই চোখ রাখি
সবুজ শ্যামল প্রকৃতির দারুচিনি দ্বীপ এ;
একটাই
আমি দেখেছি স্রোতে ভাসা শ্যাওলা
কচুরিপানার যাযাবর জীবন,
বালুকাবেলায় একলা দাঁড়িয়ে_
দেখেছি জীবন সমুদ্র;
আমি বসে আছি সেই
পুরোনো কফিশপের কর্ণারের টেবিলে,
তুমি আমার উল্টো দিকে
ভীষণ অস্থিরতায় ভূগছো ,
হয়তো কার ও অপেক্ষায়_
আমি একা_
সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই,
এক নিঃশব্দ আঁধারের বুকে আমি
ডুবে আছি,
সমুদ্র উন্মাতাল আমারই দৃষ্টি
আমি মেঘ ছুঁয়ে ছুঁয়ে তারার ধূলোয়
কাজল মেখেছি চোখে
আমার মেঘাচ্ছন্ন মন
বাঁধি কেমন করে,
হলুদ দুপুরের গভীরে হারায়
অকারণে,
কত কাল আমি ঘাস ফড়িং আর
নীল প্রজাপতি উড়া দেখিনি,
প্রকৃতির আঁচলে জ্যোৎস্না বিছানো
সবুজ ঘাস বিকেলের পথ ধরে
হাঁটিনি।
কখনই আমি এ হাতে সুন্দরের ফুল
ফোঁটায়নি;
অথচ কানামাছি খেলার ধাঁধাঁয় হেরেছি
শান্তির দূত
আকাশ কেন এত নীল হয় বল না
আমি যদি আকাশ হতে পারতাম
কেমন হতো বল না
তোমাকে নীল করে
রাখতাম বুকে ধরে
তুমি জান না, জান না।।
আকাশ তোমার জন্য নীল হয়
ঐ নীলাকাশ ছুঁয়ে ছুঁয়ে, ক্ষণে ক্ষণে
নির্মল নীলিমার সাগর হয়ে যাও তুমি অভিমানী মেয়ে
আকাশের মত বিষন্ন
কখনো কি দু’ হাতে তুলে নেবে না দুঃখ নামের আকাশটাকে
প্রতীক্ষায় রেখেছ তুমি আমাকে,
কখনোই কি একান্ত নিভৃতে কাছে আসবে না,
ঘাস ফুল কষ্ট নীড়ের নীল ঠোঁটে
আমার কষ্টগুলো আছড়ে পড়ে,
তুমি দেখো না:
তুমি, আমি
একই আকাশের নীচে
কত কথা জমে আছে তোমার ওই ডানাহীন লাল ঠোঁটে
তুমি
আজ ছিল সর্বনাশা ২০২০ সালের শেষ দিগন্তের সূর্যাস্ত
দিন শেষে বেলাশেষের শেষ সূর্যাস্তের সাথে বিদায় নিল কোভিড ১৯ আক্রান্ত ২০২০ সাল,
বছরের শেষ রাত
শহরের সমস্ত রাতগুলো থেকে এই রাতটা কি একটু ব্যতিক্রম হবে ?
পুরো একটা শাল পৃথিবী শুদ্ধ কোভিড আক্রান্ত হল।
২০২০ সালের
বিজয় এসেছে
বিজয় এসেছে আবার বছর ঘুরে
বিজয় এসেছে স্বাধীনতার লাল সবুজ পতাকা নিয়ে —
বিজয় এসেছে বাংলার অধিকার ছিনিয়ে নিয়ে,
বিজয় এসেছে ——–
কোথায় বিজয় —–
বিজয় কোথায়?
বিজয় তুমি দেখতে কেমন ?
বিজয় মানে কি লক্ষ্য লক্ষ্য নারী পুরুষের লাশের স্তুপ –?
বিজয় মানে কি এক সাগর
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭৮ বার দেখা
| ১৩৩ শব্দ ১টি ছবি
আকাশের বুকে নীলের আঁচড় কেটে কেটে কি করছ তুমি?
কেন কবিতা আঁকার চেষ্টা করছি
মানে?
কবিতা আবার আঁকে নাকি কেউ ?
কবিতা লিখতে হয়
বড় জটিল রহস্য
ভাব আসে
ভাবনা আসে,
কবিতা কেন আসে না?
কবিতা আমার কামনা বাসনা
এই দ্যাখো,
কবিতার জন্য আমার কত কি আয়োজন
ডায়েরি, কলম, ছন্দ
অলংকার
গুচ্ছ গুচ্ছ শব্দ
দু’হাতে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬০ বার দেখা
| ৩০৮ শব্দ ১টি ছবি
ভালবাসার আঁচল বিছিয়ে ছিলাম তোমার জন্য
নীল আকাশে
শিশির ধোঁয়া জলে আমি ভিজেছিলাম ইচ্ছে মতো
শ্রাবণ মেঘের বৃষ্টি দিনে,
শত দুঃখের মাঝেও রংধনু মেঘ রং ছিল আকাশে
প্রতীক্ষার ঢেউ আমায় কাঁপিয়ে ছিল দারুণ আবেগে ;
এখন কষ্ট আঁচলে শিশির শব্দ ভাঙি এই হাতে।
এককুড়ি বছর আগে নক্ষত্র
কবিতা|
৩ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৮১ বার দেখা
| ১৩৯ শব্দ ১টি ছবি